রাজশাহীতে যুবককে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০২:৫২ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন

রাজশাহীতে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে পরিকল্পিতভাবে যুবক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদল মন্ডল (৪৬), শ্রী বিমল শিং (৫০), শ্রীমতি অঞ্জলী রানী (৪৫) ও শ্রী সুবোধ শিং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর সাহেব বাজারে অবস্থিত নবরূপ মিষ্টান্ন ভান্ডারে পরিবেশকের কাজ করতো শ্রী প্রকাশ শিং। মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শ্রী বিমল শিং তার চাচা। তার স্ত্রী শ্রীমতি অঞ্জলীর সাথে ওই এলাকারই বাদল মন্ডল নামের এক ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিলো। যা হত্যাকাণ্ডের শিকার ওই যুবকসহ তার পিতা শ্রী নির্মল শিং দেখে ফেলে। এ ঘটনার প্রতিবাদ জানান।

এ ঘটনার মাসখানেক পর বিমল শিং, অঞ্জনী রায়, তার ছেলে সুবোত শিং ও বাদল মন্ডল মিলে নির্মল শিংকে হত্যার পরিকল্পনা করে। এরমধ্যেই করোনার লকডাউনে কাজ কম থাকায় ছুটি নিয়ে বাড়ি চলে যান তারা। এরপর গতবছরের ২৮ এপ্রিল চা খাওয়ার কথা বলে ফোন করে শ্রী প্রকাশকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে৷ এরপরই হত্যাকাণ্ডের শিকার হন শ্রী প্রকাশ শিং।

এ ঘটনায় বাবা শ্রী নির্মল শিং বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করে। এরপর ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেয় আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, ওই ঘটনার পর পুলিশের কাছে এক জবানবন্দিতে আসামিরা নিজেদের দোষ শিকার করেছে। ২০ জনের সাক্ষ্য শেষে ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় ওই চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ওই সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh