রাঙ্গামাটিতে মহিলা দলের ৫০ নেত্রীর পদত্যাগ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৩:১১ পিএম

সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন

‘অগণতান্ত্রিক’ ও একপেশেভাবে রাঙ্গামাটি জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে- এমন অভিযোগে নতুন ঘোষিত কমিটির ৫০ জন সদস্য পদত্যাগ করেছেন। 

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি শহরের বনরুপাস্থ এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পদত্যাগের ঘোষণা দেন মহিলা দলের একাংশের নেতারা।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মহিলা দল ও বিএনপিকে ধ্বংস করার জন্য একটি অপশক্তি জেলা বিএনপির কথা উপেক্ষা করে কেন্দ্রীয় মহিলা দল ঢাকা থেকে কমিটি ঘোষণা করেছে। ‘অগণতান্ত্রিক’ প্রক্রিয়ায় এ কমিটি ঘোষণার প্রতিবাদে একযোগে পদত্যাগের ঘোষণা দেন তারা। মহিলা দলের নেত্রীরা দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নতুন কমিটির সদস্য ও বিগত কমিটির সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, নন্দিতা দাশ, নাজমা আলী প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষর করা এক চিঠিতে ১০১ সদস্য বিশিষ্ট রাঙ্গামাটি মহিলা দলের কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh