গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

মেহনাজ খান

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৫:০৫ পিএম | আপডেট: ১০ এপ্রিল ২০২২, ০৬:২০ পিএম

বিকেল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন সোহেল তাজ।

বিকেল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন সোহেল তাজ।

৩ দফা দাবি নিয়ে পায়ে হেঁটে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। 

সংসদ ভবনের সামনে (মানিক মিয়া অ্যাভিনিউ) থেকে আজ রবিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় হেঁটে গণভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

সোহেল তাজের দাবি তিনটি হলো:
১. ১০ এপ্রিল প্রথম বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে 'প্রজাতন্ত্র দিবস' ঘোষণা করতে হবে।
২. ৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।
৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh