ঈদে পুরনো নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৮:০৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদে যাত্রীদের বাড়ি যাওয়া ও বাড়ি থেকে আবার শহরে ফিরে আসা সুষ্ঠুভাবে নিশ্চিত করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিশেষ করে নৌযান মালিকরা যাতে পুরনো নৌপরিবহন না চালায় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  

আজ রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে স্টিমার, লঞ্চসহ জলযানের সুষ্ঠু চলাচল, যাত্রীদের নিরাপত্তা নির্ধারণে ঈদ ব্যবস্থাপনা বৈঠক শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নৌ-প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্ধারিত যে ভাড়া সেটাই যেন মালিকরা নেয়। বেশি যাত্রী যাতে না নেওয়া হয় সে ব্যাপারে তদারকি করবে নৌপরিবহন মন্ত্রণালয়। যারা এমনটা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh