জাবি শিক্ষার্থীকে মারধর, মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৯:১১ পিএম

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারপিটের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।  

জানা যায়, রবিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিতে গেলে রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ারদের সাথে কথা কাটাকাটি হয় জাবির দুই শিক্ষার্থীর। বাক-বিতণ্ডার একপর্যায়ে মারপিট শুরু করেন উপস্থিত ভলান্টিয়াররা। এ ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। 

এ ঘটনায় দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 

পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান মামলা দায়ের করবেন এই মর্মে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনেন। 

সাভার মডেল থানার ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত তিনজন থানায় আটক আছেন, মামলা প্রক্রিয়াধীন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh