দেশের ৫৭টি বাজারে অভিযান, ১৩১ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১১:১৬ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযান

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রবিবার (১০ এপ্রিল) অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৩ জন কর্মকর্তা ৫০টি জেলায় ৫৭টি বাজারে অভিযান পরিচালনা করেন। 

এসব অভিযানে বেশি দামে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সরবরাহসহ বিভিন্ন অপরাধে ১৩১টি প্রতিষ্ঠানকে চার লাখ ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনসচেতনতা বাড়াতে অভিযান থেকে ভোক্তা ও ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা বাজার অভিযানে সহযোগিতা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh