প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ২৪৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:৩৫ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফাইল ছবি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের পর প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন ২৪৪ জন। পাশাপাশি ১৮ জনকে জেলা শিক্ষা কর্মকর্তা করা হচ্ছে। ঈদের আগের এ পদোন্নতি হওয়ার কথা জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি জানায়, সারাদেশে প্রধান শিক্ষকের তীব্র সংকট রয়েছে। বহু জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক নেই। কোনো কোনো বিভাগে মাত্র দুই থেকে তিনজন প্রধান শিক্ষক রয়েছেন। বাকি বিদ্যালয়গুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৩৫১টি প্রধান শিক্ষকের পদ রয়েছে। তার মধ্যে ২৩৩টি শূন্য। বাধ্য হয়ে সহকারী প্রধান শিক্ষক অথবা যেখানে সহকারী প্রধান শিক্ষক নেই, জ্যেষ্ঠ কোনো সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সারাদেশে সহকারী প্রধান শিক্ষকের ৪৭৭টি পদ থাকলেও ১৫২ পদে কাউকে দেওয়া হয়নি।

এছাড়া প্রধান শিক্ষক পদমর্যাদার জেলা শিক্ষা কর্মকর্তার ১৮টি পদ বর্তমানে শূন্য। এসব জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান তদারকি কাজ ব্যাহত হচ্ছে। সেগুলো হলো- ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বগুড়া, ঝালকাঠি, ভোলা, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি, নোয়াখালী, বান্দরবান, মাগুরা, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ। এসব জেলায় ১৮ জনকে জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে।

পদোন্নতির অপেক্ষায় থাকা সহকারী প্রধান শিক্ষকরা জানান, এ মুহূর্তে ২৪৪টি প্রধান শিক্ষক পদ ফাঁকা থাকলেও সবকটি এখনই পূরণ হবে না। কারণ নিয়োগবিধি অনুসারে মোট শূন্য পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ হবে।

নতুন জাতীয়করণ বিদ্যালয়সহ সারাদেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয়ের সংখ্যা ৬৮৩। পুরোনো ৩৫২টি সরকারি স্কুল রয়েছে।

পদোন্নতির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, পদোন্নতির ডিপিসি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আশা করা যাচ্ছে, ঈদের আগেই প্রধান শিক্ষকের শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh