ভ্যালেন্সিয়া খেলতেই আসেনি, সরাসরি প্লে-অফে আবাহনী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৭:৩৬ পিএম

এএফসি কাপে প্রিলিমিনারি রাউন্ড-১-এর ম্যাচ খেলতে বাংলাদেশে আসেনি মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। মালে লিগে তৃতীয় স্থানে থাকা দলটি না আসায় আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ম্যাচটি আর হচ্ছে না। এতে নিয়মানুযায়ী দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর ওয়াকওভার পাওয়ার কথা। সিলেটে ম্যাচ কমিশনার সংশ্লিষ্টদের তেমনটাই জানিয়ে দিয়েছেন।

এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে এই ম্যাচ নিয়ে আজ সোমবার (১১ এপ্রিল) তাদের বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা রয়েছে।

অনেকটাই নিশ্চিত ভ্যালেন্সিয়ার না আসার ব্যাপারটি। আর্থিক সমস্যার কারণে এএফসি কাপের বাছাই খেলতে বাংলাদেশে আসেনি মালদ্বীপের দলটি। ঢাকাগামী বিমানের টিকিট শেষ মুহূর্তে বাতিল করে তারা।

নিয়মানুযায়ী, আবাহনী ওয়াকওভার পেলে আগামী ১৯ এপ্রিল প্লে-অফ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। সেখানে ভারতের এটিকে মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh