বিয়ের ছুটি পাঁচদিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৬:১১ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৫৬ পিএম

রণবীর কাপুর ও আলিয়া ভাট।  ছবি সংগৃহীত

রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি সংগৃহীত

বহু জল্পনা শেষে বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

সময়ের ব্যস্ত অভিনেত্রী আলিয়া নিজের বিয়ের জন্য ছুটি নিয়েছেন মাত্র পাঁচদিন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি যোগ দিবেন ‘রকি অর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিংয়ে। এই ছবিটি পরিচালনা করছেন করণ জোহার। তিনিও আছেন আলিয়ার বিয়েতে। এই দুজন বিয়ে নিয়ে ব্যস্ত থাকলেও বাকিদের নিয়ে মুম্বাইয়ে চলছে এই ছবির কাজ। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়ার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং।

আলিয়া অভিনীত সর্বশেষ দুই সিনেমা বক্সঅফিসে তুলুল সাড়া ফেলেছে। বিশেষ করে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমায় তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh