বেনাপোলে ২৫ হাজার পিস চুরুট জব্দ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৬:০২ পিএম

জব্দকৃত চুরুট

জব্দকৃত চুরুট

ভারতে পাচারকালে বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে উন্নত ব্রান্ডের ৫০০ প্যাকেট চুরুট জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, আজ শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ২৫০০০ (পঁচিশ হাজার) চুরুট জব্দ করা হয়েছে।

ভারতীয় ওই যাত্রীর লাগেজ তল্লাশি পরবর্তী স্ক্যানিং করে নিশ্চিত হয়ে এসব চুরুট জব্দ করা হয়। চুরুটের মূল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সূত্র জানান। তবে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

জব্দকৃত চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে। 

এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চুরুট জব্দ করা হলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh