গরমের সঙ্গী

ফারজানা শশী

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১০:৫২ এএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২২, ১০:৫৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গরমে বাইরে বের হতে হলে আর রোদের তাপ থেকে নিজেকে রক্ষা করতে চাই বিভিন্ন অনুষঙ্গ।

জেনে নেই অনুষঙ্গগুলো

ছাতা

এই গরমে অবশ্যই ছাতা নিয়ে চলাফেরা করুন। পরতে পারেন হ্যাট অথবা ক্যাপ। এরকমই বেশকিছু এক্সেসরিজ রয়েছে, যা দিয়ে আপনি খুব ভালোভাবে গরমকেও উপভোগ করতে পারবেন। রোদ থেকে বাঁচতে ঢাল হিসেবে একটি ছাতাই যথেষ্ট। তবে তা কালো রঙের না হলেই বেশি ভালো। বাহারি বিভিন্ন রঙের প্রিন্টেড ও ফুলেল নকশা করা ছাতা ব্যবহার করতে পারেন। চায়নিজ ও জাপানিজ নানা ধরনের ছাতা বাজারে পাওয়া যায়। যেসব ছাতা ব্যাগে বহন করতে সুবিধা, সেই রকম ছাতা কিনুন। এসব ছাতা পাওয়া যাবে ৩০০-৭০০ টাকার মধ্যে। ঢাকার বিভিন্ন মার্কেটেই এসব ছাতা পাওয়া যায়।

সানগ্লাস

রোদ থেকে বাঁচতে এই সময়ে চশমার কোনো বিকল্প নেই। চশমা এখন আর কোনো ফ্যাশন নয়, নিত্য প্রয়োজনীয় এক্সেসরিজ। তাই গরমে পথ চলতে অবশ্যই দরকার সানগ্লাসচশমার। চেহারার সাথে মানিয়ে কিনুন এসব চশমা।

স্কার্ফ

গরমের সময় ওয়েস্টার্ন পোশাকের সাথে স্কার্ফ দারুণভাবে মানিয়ে যায়। স্কার্ফ একাধারে আপনাকে রোদ থেকে বাঁচাবে আবার চুল ও ত্বককে রক্ষাও করবে। তাই এই গরমে পোশাকের সাথে মিলিয়ে রাখুন রঙিন স্কার্ফ।

স্যান্ডেল

গরমে জুতা পরা বেশ কষ্টকর। তাই নানা ডিজাইনের এবং বিভিন্ন রঙের স্যান্ডেলই বেশি আরামদায়ক। পা ঘামার হাত থেকে বাঁচতে চাইলে এই গরমে স্যান্ডেল পরে নিশ্চিন্তে চলাফেরা করুন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh