মেডিকেলে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় রুহানা

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১২:২০ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২২, ১২:২৫ পিএম

রুহানা আক্তার রিঙ্কি

রুহানা আক্তার রিঙ্কি

সদ্য প্রকাশিত এমবিবিএস পরীক্ষায় রাজশাহীর পুঠিয়া উপজেলার রুহানা আক্তার রিঙ্কি মেডিকেলে  উত্তীর্ণ হলেও ভর্তি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

দারিদ্রতার সাথে প্রতিনিয়ত লড়াই করে চলতে হয় রুহানার পরিবারকে। তাই রুহানার পরিবারের পক্ষে তার ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে যাওয়া অতি কষ্টকর। 

রুহানা আক্তার রিঙ্কি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও রিনা খাতুনের মেয়ে। রফিকুল ইসলাম পেশায় কৃষক ও মা রিনা গৃহিনী। রুহানা চকদোমাদী আইনুল উলুম আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং উপজেলার বানেশ্বর নাদের আলী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রুহানা ৭৯ নম্বর পেয়ে যশোহর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও পরিবারের মধ্যে তার ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে চলছে অনিশ্চয়তা। 

তাই পড়াশোনার খরচ চালাতে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রুহানার পরিবার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh