শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা বিসিবির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:১৫ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৩:২৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট টেস্ট দল। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট টেস্ট দল। ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে নেই পেসার তাসকিন আহমেদ ও সাদমান।

তবে পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসানকে দলে রাখা হয়েছে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া এ সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এই ম্যাচটি আগে চট্টগ্রামে হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।

বাংলাদেশের ’১৬’ সদস্যের দল –

মুমিনুল হোক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম*

একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি

৮ মে : বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

১১-১২ মে : দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি

১৫-১৯ মে : প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

২৩-২৭ মে : দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

২৮ মে : বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh