ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৪২ পিএম

গত শুক্রবার দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাইল ছবি

গত শুক্রবার দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফাইল ছবি

দেশের ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নাসরিন সুলতানা ইভা। তার প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ২৫। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কেন্দ্রে পরীক্ষা দেন।

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দোতলায় এ ফল প্রকাশ করা হয়।

একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধাতালিকা ও কোটার ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

আজ দুপুর আড়াইটা থেকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://www.dgme.gov.bd/index.php/Hms/details_notice/83) পাওয়া যাচ্ছে এই ফল।

গত শুক্রবার (২২ এপ্রিল) দেশের ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রার্থী ছিলেন মোট ৬৫ হাজার ৯০৭ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh