চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় দুইজনকে সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা পানখালী এলাকার দিলু মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) ও একই এলাকার পানিরছড়া মৌলভী বাজারের মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দ নুর (৩১)।

আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এই রায় দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী সাম্প্রতিক দেশকালকে জানান, মাদক মামলায় কামাল হোসেন ও সৈয়দ নূর নামের দুই আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অর্নব বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। মামলায় আদালতে অভিযোগ দাখিল করা হয় ২০১৬ সালের ৩১ মে। আদালতে অভিযোগ গঠন করা হয় ২০১৬ সালের ১৭ আগস্ট। এ মামলায় মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh