তেঁতুলতলা মাঠরক্ষা আন্দোলনকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:২১ পিএম

সমাজকর্মী সৈয়দা রত্না।

সমাজকর্মী সৈয়দা রত্না।

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্নাকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

আজ রবিবার (২৪ এপ্রিল) সকালে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি কামনা করছিলেন সৈয়দা রত্না।

এসময় সাদা পোশাকধারী ও পোশাকধারী পুলিশ তাকে লাইভ করতে নিষেধ করে ও পরে তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেয়া হয়।

তবে তাকে গ্রেফতার বা আটকের বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কলাবাগান থানা পুলিশ।

এবিষয়ে কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই মিজানের কাছে জানতে চাইলে তিনি থানার ওসি বিস্তারিত জানেন বলে জানান। 

এ ঘটনা জানতে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্রকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজধানীর কলাবাগান এলাকার খোলা একটি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদের নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছেন।

ঢাকা জেলা প্রশাসন ২০২০ সালের ২৪ আগস্ট এক নোটিশে জানায়, ডিএমপির কলাবাগান থানার নিজস্ব ভবন নির্মাণের জন্য এই সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। সেই নোটিশে এই জমিকে পতিত হিসেবে উল্লেখ করা হয়।

পরে গত ৩১ জানুয়ারি মাঠটিতে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ।

নোটিশ দেওয়ার পর থেকেই স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবেই রাখতে প্রতিবাদ করে আসছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh