জেলেনস্কিকে এরদোগানের টেলিফোন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে টেলিফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আজ রবিবার (২৪ এপ্রিল) এক টেলিফোন কলে প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেনের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের মারিউপোলে আটকে পড়া আহত ইউক্রেনীয়দের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এরদোগান।

রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে তুরস্ক বিবাদমান দুইপক্ষের মতো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ন্যাটোর একমাত্র মুসলিম সদস্যদেশ তুরস্ক ইউক্রেন-রাশিয়া উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh