মকবুলকে গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ০৯:৪৯ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২২, ০৯:১৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (সংগৃহীত ছবি)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (সংগৃহীত ছবি)

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ভালো অগ্রগতি হয়েছে। তাড়াহুড়ো করার কিছু নেই, ধৈর্য ধরতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে বিএনপি নেতা মকবুলকে।

আজ রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারা কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য প্রমাণের ভিত্তিতেই পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না বা কাউকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে না।’

তিনি আরো বলেন, নিউমার্কেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটো খুনের মামলা হয়েছে। ভাঙচুরের মামলা হয়েছে। এগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয় না। তাই প্রমাণের ব্যাপার আছে, তদন্তের ব্যাপার আছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা কোনোদিনও ঘটনার সত্যতা না পেলে কাউকে গ্রেফতার করে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh