টানা চতুর্থ মেয়াদে সাফের সভাপতি সালাউদ্দিন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১০:৫৪ এএম

কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

কাজী সালাউদ্দিন। ছবি: সংগৃহীত

টানা চতুর্থ বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। 

গতকাল সোমবার (২৫ এপ্রিল) মনোয়নপত্র জমা দেবার শেষ দিন ছিলো। বাংলাদেশ থেকে কাজী সালাউদ্দিন ছাড়া সাফের অন্য দেশগুলো থেকে আর কেউ সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেননি।

এ কারণে আগামী ২৫ জুন সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হিসেবে নির্বাচিত হবেন কাজী সালাউদ্দিন। 

সূত্র জানায়, নেপাল এবার সভাপতি পদে লড়ার আভাস দিয়ে রেখেছিল। কিন্তু কাতারে সদ্য সমাপ্ত ফিফা কংগ্রেসে সাফের সভাপতি পদ নিয়ে অন্যান্য দেশগুলোর সমঝোতা হওয়ায় কেউ আর মনোনয়ন পত্র জমা দেননি।

আগামী ২৫ জুন ঢাকায় সাফের কংগ্রেস বসবে । আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেদিনই হয়তো চতুর্থ মেয়াদে সাফের সভাপতির হিসেবে নির্বাচিত হবেন কাজী সালাউদ্দিন। 

কংগ্রেসে সাফের অন্য বিষয় নিয়েও আলোচনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh