লন্ডনে ছুরিকাঘাতে তিন নারীসহ নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০২:৪৬ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০২:৪৭ পিএম

ছুরিকাঘাতের ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ছবি- বিবিসি

ছুরিকাঘাতের ঘটনায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ছবি- বিবিসি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় তিন নারীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে শহরের বারমানজি এলাকার ডেলাফোর্ড রোডের বাড়িটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ হামলার ঘটনায় ৬০ বছর বয়সী এক নারী ও একজন পুরুষ এবং ৩০ ও ৪০ বছর বয়সী দুই নারী নিহত হন।

এদিকে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ক্রাইম ইউনিটের গোয়েন্দারা ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।   

গত বছর লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছুরিকাঘাতে খুনের ৭৯টি ঘটনার তদন্ত শুরু করে।  এসব হামলার সঙ্গে জড়িতদের  মধ্যে ২৭ জনই কিশোর বয়সী।

সূত্র: বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh