পুতিনের সাথে জাতিসংঘ প্রধানের বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৩:০৬ পিএম

ভ্লাদিমির পুতিন ও অ্যান্তোনিও গুতেরেস। ফাইল ছবি

ভ্লাদিমির পুতিন ও অ্যান্তোনিও গুতেরেস। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মস্কোতে অনুষ্ঠেয় এই বৈঠক খুব একটা ফলপ্রসূ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি মারিওপোলে রুশ বাহিনী বিজয় ঘোষণা করেছে। তবে তারা এখনো আজভস্তাল ইস্পাত কারখানার নিয়ন্ত্রণ নিতে পারেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিব এবং রুশ প্রেসিডেন্টের আলোচনায় মারিওপোল শহরের পরিস্থিতি উঠে আসতে পারে।

আগামী বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কিয়েভ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

সূত্র: বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh