কালীগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৫:০৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারোবাজার ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান (৭০) ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে পার্শ্ববর্তী বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসিতে যায় বড় ভাই ফজলুর রহমান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা একটি ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় গুরুতর আহত ফজলুর রহমানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh