চবিতে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:০৬ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র উদ্ধার। ছবি: চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র উদ্ধার। ছবি: চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাটির নিচ থেকে রাম দা, কিরিচ, চাপাতিসহ অন্তত ৩০টি বিভিন্ন রকম পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের পাশের পাহাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এফ রহমান হল ও আলাওল হলের মাঝামাঝি খালি জায়গায় শ্রমিকরা পানির লাইনের কাজ করতে করতে গিয়ে মাটির নিচে অস্ত্রগুলো দেখতে পান। পরে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানানো হলে প্রক্টরিয়াল বডি এসে অস্ত্রগুলো উদ্ধার করেন। উদ্ধারের পর অস্ত্রগুলোকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেছি। এরপর হাটহাজারী থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করেছি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, এফ রহমান হলের পিছনে পানির ট্যাংকির কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটি খুঁড়তে গিয়ে জং ধরা কিছু কিরিচ পেয়ে পুলিশকে খবর দেয়। আমরা প্রক্টরিয়াল বডিকে নিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮টি কিরিচ উদ্ধার করি। অস্ত্রগুলো ১০-১৫ বছরের পুরনো বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh