ঈদে গ্যাস থাকবে না সাভারে

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৭:১৯ পিএম | আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারে ঈদুল ফিতরের দিনসহ পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাসের সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে তিতাসের সাভারের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সাদাত মো. সায়েম বলেন, সাভারে গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, ঈদের সময় সব ক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সবকিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময় বেছে নেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh