চাঁদপুরের সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৮:৪৯ পিএম

চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। ফাইল ছবি

চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। ফাইল ছবি

চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

গতকাল সোমবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। 

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) আদেশের কপি পুলিশের বিশেষ শাখায় পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, সেলিম খানের বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের নামে ৩৬০ কোটি টাকা লোপাটের চেষ্টা ও দীর্ঘদিন ধরে পদ্মা-মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান চলাকালে যাতে তিনি বিদেশে পালিয়ে যেতে না পারেন এ জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার বলেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির জন্য আদালতে আবেদন করেছিল দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।

ইতোমধ্যে সেলিম খানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২০ কোটি টাকার সম্পদের তথ্য-প্রমাণ পেয়েছে দুদক। আরো সম্পদের খোঁজ মিলেছে।

অ্যানফোর্সমেন্ট ইউনিট সেলিম খানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে কারসাজি করে মৌজা মূল্যের চেয়ে প্রায় ২০ গুণ দাম দেখিয়ে ১৩৯টি দলিল তৈরি করে সরকারের ৩৫৯ কোটি ১৬ লাখ টাকা ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh