নিউমার্কেটে সংঘর্ষ

সেই নাহিদকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১২:২৪ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২২, ০১:৪২ পিএম

নাহিদকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে ব্রিফিং করছেন ডিবি প্রধান। ছবি : সাম্প্রতিক দেশকাল

নাহিদকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের বিষয়ে ব্রিফিং করছেন ডিবি প্রধান। ছবি : সাম্প্রতিক দেশকাল

নিউমার্কেটের সংঘর্ষে নাহিদকে কুপিয়ে হত্যা মামলায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র আব্দুল কাইয়ুম ও পলাশ, সমাজ বিজ্ঞানের ছাত্র ইরফান, বাংলা বিভাগের ছাত্র ফয়সাল ও ইতিহাস বিভাগের জুনায়েদ ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়ে ডিবিপ্রধান বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এ হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় ও সশস্ত্রভাবে হামলার অগ্রভাবে অংশ নেয়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ও ১৯ এপ্রিল দুপুরে নিউমার্কেটের দোকান-মালিক ও কর্মচারীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh