সুযোগ বুঝে

রাশেদ রউফ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ০৪:০১ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২২, ০৪:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সব মুখে এক কথা
‘হাতে টাকা নাই’-
মার্কেটে তবু দেখি
ঠাঁই নাই ঠাঁই।

অস্থির বাজারেও
খুব বেশি ভিড়-
কেনাকাটা সেরে নিতে
চায় শিগ্গির।

সে-সুযোগে ব্যবসায়ী
বেপরোয়া হয়-
উড়ে যায় নীতি জ্ঞান
দূরে যায় ভয়।

নয়-ছয় করে ওরা,
বেড়ে যায় ক্রাইম
ঈদ হলো মুনাফার
মোক্ষম টাইম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh