ঈদের পরই দুই দেশের মধ্যে বাস-ট্রেন চালু: জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২২, ১০:০৮ পিএম

সাংবাদমাধ্যমের সাথে কথা বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

সাংবাদমাধ্যমের সাথে কথা বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ঈদের পর পরই ভারতের সাথে বাংলাদেশের বাস ও ট্রেন যোগাযোগ পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। করোনার কারণে দুই দেশের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল। কিছুদিন আগে বিমানপথে যোগাযোগ চালু হলেও বন্ধ রয়েছে বাস ও রেলপথে যাতায়াত। সেটিও দ্রুতই চালু হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

জয়শঙ্কর বলেন, ‘কোভিড-পরবর্তী এই সময়টা মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ। সব কিছুই স্বাভাবিক অবস্থায় ফিরছে। আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো উন্নত হচ্ছে। গত বছর আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন, যা দুই দেশের সম্পর্কে একটি মাইলফলক।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ চ্যালেঞ্জ সত্ত্বেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে গতি এসেছে। বিদ্যমান পারস্পরিক সম্পর্ককে আমরা কোভিডের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো। কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আঞ্চলিকভাবে সাপ্লাই চেইন ও ভ্যালু চেইন বজায় রাখা কতটা জরুরি।

ভারতে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘পারস্পরিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু ও বাপু যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। বাণিজ্য, বিভিন্ন প্রকল্পে ঋণদান, বিনিয়োগ ও ভ্রমণসেবা নতুন উচ্চতায় পৌঁছেছে।’

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশকিছু নতুন প্রকল্প শুরুর চিন্তা-ভাবনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘জলবিদ্যুৎ খাতে দুই দেশের জন্য এবং আঞ্চলিকভাবে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। এই খাতে বিবিআইএন কাঠামোতে আমরা কাজ করতে চাই। এ খাতে উৎপাদন ও বাণিজ্য করার জন্য ভারত এ অঞ্চলে কাজ করে যাবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh