শাহবাজকে জাতিগত ও ধর্মীয় সংঘাত বন্ধের আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০১:০০ এএম

এসএএটিএইচ আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা। ছবি- এএনআই

এসএএটিএইচ আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা। ছবি- এএনআই

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে দেশে জাতিগত ও ধর্মীয় সংঘাত বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির বুদ্ধিজীবী, সাংবাদিক ও সমাজকর্মীরা।

সম্প্রতি সাউথ এশিয়ানস এগেইনস্ট টেররিজম অ্যান্ড ফর হিউম্যান রাইটস (এসএএটিএইচ) আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তারা এই আহ্বান জানান।

এসময় আইনের শাসন নিশ্চিত করা, সংবিধান সমুন্নত রাখা ও দেশে উত্তেজনা অবসানের আহ্বান জানান বক্তারা।

পাকিস্তানের সাবেক সিনেটর ফারহাতুল্লাহ বাবর পাকিস্তানের নিরাপত্তা সংস্থার মধ্যে বিভক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী বেশি সঞ্চয় করলে নিজেদের মধ্যেই লড়াই শুরু করে।

সভায় বেলুচ জাতীয়তাবাদীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজতে বর্তমান সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

এছাড়া অশান্ত দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমস্যা সমাধানে জন্য শেহবাজ শরীফের সরকারকেও আহ্বান জানান।

এতে প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত ও আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন তারা।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেলুচ নিখোঁজ ব্যক্তিদের বিষয়টি দেশের শক্তিশালী মহলের কাছে তুলে ধরবেন বলে জানান। 

তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার কথা রাখতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

এছাড়া তিনি ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন। সেটিও কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও সন্দেহ জানান বক্তারা।

সূত্র - এএনআই

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh