কলকাতার বিপক্ষে দিল্লির সহজ জয়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৯:৪৩ এএম

দ্বিতীয় দেখায় কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। ছবি: আইপিএলের ওয়েবসাইট

দ্বিতীয় দেখায় কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। ছবি: আইপিএলের ওয়েবসাইট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতার বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ওভারে বল হাতে বিধ্বংসী রূপ দেখালেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে চার বলের মধ্যে তিন উইকেট তুলে নেন এই টাইগার। দিল্লির বোলিংয়ের তোপে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৭ রানেই গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আইপিএলে রাউন্ড রবিন লিগের ম্যাচে চার উইকেটের সহজ জয় তুলে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে দিল্লি। আট ম্যাচে আট পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে তাদের অবস্থান এখন টেবিলের ছয়ে।

কুলদীপ যাদব ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কলকাতা গতকাল বেশি সুবিধা করতে পারেনি। কাটার মাস্টার পূর্ণ স্পেলে বল করে মাত্র ১৮ রান খরচায় চার উইকেট শিকার করেন। অন্যদিকে কুলদীপ তিন ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই পৃথ্বী শয়ের উইকেট হারিয়ে বসে দিল্লি। দলীয় ১৭ রানে তারা হারায় মিশেল মার্শের উইকেটও। তবে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার একপ্রান্ত আগলে ধরে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। 

নাইট রাইডার্সের হয়ে বল হাতে ২৪ রান খরচায় তিন উইকেট শিকার করেন উমেশ যাদব। একটি করে উইকেট শিকার করেন সুনীল নারিন ও হার্সিত রানা।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে দিল্লি অধিনায়ক রিশভ পন্ত মুস্তাফিজের হাতে বল তুলে দেন। প্রতিদিনের মতো ফিজও আস্থার প্রতিদান দিয়েছেন। গতকাল বল হাতে নিজের চিরচেনা রূপ দেখিয়েছে তিনি।

দিল্লির হয়ে কুলদীপ ও ফিজ ছাড়া একটি করে উইকেট নেন চেতান সাকারিয়া ও অক্ষর প্যাটেল।

এবারের আসরে কলকাতার সাথে আগের দেখায়ও ৪৪ রানে দিল্লি জিতেছিল। ওই ম্যাচে মুস্তাফিজদের দেওয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় শ্রেয়াস আইয়ারদের ইনিংস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh