ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১০:০০ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২২, ১০:০২ এএম

মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। ছবি: গাজীপুর প্রতিনিধি

মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি। ছবি: গাজীপুর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। মহাসড়ক দুটিতে যানজট না থাকলেও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। 

আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের জিরানী পর্যন্ত দীর্ঘ সারি দেখা গেছে। 

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় গাড়ি লম্বা লাইন রয়েছে। তবে যানবাহনগুলোতে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। 

ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি ফেরাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য কাজ করছে। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিভিন্ন পোশাক কারখানা ছুটি হয়ে যাওয়ায় মহাসড়কগুলোতে যানবাহন ও যাত্রীদের চাপ দেখা গেছে। কিছু কিছু যানবাহনের চালকরা ট্রাফিক অমান্য করে উল্টোপথে চলে যাওয়ার কারণে দীর্ঘ সারি দেখা যায়। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh