জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৩:০১ পিএম

জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। ছবি: সংগৃহীত

আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের এটিই শেষ জুমা। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।

রোজা রেখে গুনাহ মাফ ও সাওয়াবের আশায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন‌্য রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে মুসল্লিরা আসা শুরু করেন। দুপুর ১২টার আগেই পূর্ণ হয়ে যায় মসজিদের ভেতরের মূল অংশ। 

জুমার নামাজের পর জাতীয় মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এসময় আখিরাতে মুক্তির পাশাপাশি দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধে দোয়া করা হয়।

মসজিদে অভিভাবকদের সাথে জুমা পড়তে আসে শিশু-কিশোররা। পাশাপাশি নারীরাও আসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh