পরিবহনে চাঁদা নেয়ার অভিযোগে গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঈদ উপলক্ষে ঢাকার সাভারে পরিবহন থেকে চাঁদা তোলার অভিযোগ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এর আগে সন্ধ্যায় নবীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রাজ্জাক (৫০) আশুলিয়ার পল্লীবিদ্যুত ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ঈদ উৎসব ঘিরে বিভিন্ন স্থানে চাঁদাবাজরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আজ বিকেলে নবীনগর এলাকায় দূরপাল্লার পরিবহন থেকে আদায় করা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে একজনকে আটক করা হয়।

মূলত সড়কের পাশে পার্কিং এর কথা বলে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছিলেন রাজ্জাক। এঘটনায়  তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh