দেশে নয়, অনন্ত জলিল ঈদ করবেন তুরস্কে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২২, ০৬:৫৫ পিএম

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল। ফাইল ছবি

‘দিন : দ্য ডে’ সিনেমায় অনন্ত জলিল। ফাইল ছবি

ঈদুল ফিতর পালন করতে পরিবারসহ তুরস্কের উদ্দেশে দেশ ছেড়েছেন আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, “পরিবার নিয়ে তুরস্ক যাব। সেখানে বেড়াব আর ‘নেত্রী’ ছবি নির্মাণের বাকি কিছু কাজ সম্পন্ন করব।”

দীর্ঘ আট বছর পর সিনেমা দিয়ে আগামী ঈদুল আজহায় হলে ফিরতে যাচ্ছেন অনন্ত জলিল। ১০০ কোটি টাকার বেশি বাজেটের ‘দিন : দ্য ডে’ সিনেমা চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি দিতে যাচ্ছেন বলে ‘শতভাগ’ নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত এ প্রযোজক ও চিত্রনায়ক।

‘দিন : দ্য ডে’ সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। 

অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরো অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh