আ.লীগ একদলীয় শাসন চালু করেছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১০:৫০ পিএম

আওয়ামী লীগ একদলীয় শাসন চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনাঘাট এলাকায় সন্ধ্যায় উপজেলা বিএনপির ইফতার ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। একদলীয় শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলতে হবে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করে নতুন সংসদ ও সরকার গঠন করতে হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে সরকারের সিন্ডিকেটের সমালোচনা করে ফখরুল বলেন, নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বছরে তিন থেকে চার বার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারণে দ্রব্যমূল্য আরও বাড়ছে। মানুষ অনেক কষ্টে আছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh