রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ১১:৩০ পিএম

দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। ফাইল ছবি

দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে একটি ভবনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জন দগ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ১২ নম্বর সেকশনের শহীদ জিয়া কলেজ সংশ্লিষ্ট ৬ নম্বর লাইনের একটি ছয়তলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন রাজ হোসেন (২০) ও মো. রাজু (১৫)। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা জানান, তারা একই এলাকার চার নম্বর লাইনের বিহারী ক্যাম্পে থাকেন। রাজ ওয়েল্ডিং মিস্ত্রী এবং তার সহযোগী হিসেবে কাজ করে রাজু। বিকেলে তারা দুজন ৬ নম্বর লাইনের একটি ছয়তলা বাড়ির চার তলার বাহির পাশে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। ছাদের ওপর থেকে যাতে ময়লা নিচে না পড়ে সেজন্য একটি ট্রে লাগাচ্ছিলেন। তখন অসাবধানতাবশত সেই ট্রেটি পাশের উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সাথে সংস্পর্শে তারা দুজনেই দগ্ধ হন। পরে ভবনের লোকজন তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতে তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh