মুহিতের প্রথম জানাজা আজাদ মসজিদে সকাল সাড়ে ১০টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৯:২৯ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২২, ১১:৪২ এএম

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা আজ শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক সূত্রে একথা জানা গেছে।

আজাদ মসজিদে জানাজা শেষে আবুল মাল আবদুল মুহিতের মরদেহ জাতীয় সংসদ প্লাজায় নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা হবে। 

বেলা ২টায় তার মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান সিলেটে।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘তিনি তার প্রিয় শহরে ফিরবেন ঠিকই, তাকে দেখতেও আসবেন মানুষজন। কিন্তু হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় তাকে আর কথা বলতে কেউ দেখবেন না। এই শহর ছেড়ে, এই শহরের মানুষ ছেড়ে তিনি চলে গেলেন।’

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান আবুল মাল আবদুল মুহিত। তার বয়স হয়েছিল ৮৮ বছর। 

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh