৮৬ জন নেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৯:৩৭ এএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ৩টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ৩ পদে মোট ৮৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও পদসংখ্যা

১. হার্মফুল প্র্যাকটিসেস প্রোগ্রাম-কো অর্ডিনেটর-৭, বেতন সাকল্যে ৭০,০০০ টাকা।

২. চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর-৭, বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।

৩. চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার-৭২, বেতন সাকল্যে ৩৫,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই (http://apc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। পূরণ করা আবেদনপত্র ৩০ এপ্রিলের মধ্য জমা দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh