দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১২:৪৯ পিএম

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট বোর্ডের লেগো। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট বোর্ডের লেগো। ছবি: টুইটার

দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট বোর্ড (সিএসএ) আগামী বছর থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। প্রতি বছর জানুয়ারিতে এ লিগের আসর বসবে। বিগত দিনে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এবার শক্তভাবে মাঠে নেমেছে সিএসএ।

আইপিএল, পিএসএল, বিপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতো এখানেও প্রতি ম্যাচে সর্বোচ্চ চারজন করে বিদেশি খেলানো যাবে। নিলামের মধ্য দিয়ে প্রত্যেক দলকে খেলোয়াড় বেছে নিতে হবে। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগে ছয়টি দল অংশ নেবে।

আইপিএল ব্যতীত বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের মতোই পারিশ্রমিক দেওয়া হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আয়োজক কোম্পানি খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় পারিশ্রমিক রাখার কথা চিন্তা করছে। যাতে আইপিএল ব্যতীত অন্যান্য লিগের সাথে এটি সমানতালে চলতে পারে।’

পয়েন্ট তালিকার শীর্ষ তিনে থাকা দল নিয়ে হবে প্লে-অফের খেলা। সেখান থেকেই দুদল ফাইনালে খেলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh