টুইটার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত মাস্কের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০১:১৮ পিএম

ইলন মাস্ক। ছবি: টুইটার

ইলন মাস্ক। ছবি: টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে মোট ২,৫৫০ কোটি ডলার ঋণ নিয়েছেন ইলন মাস্ক। এ ঋণ শোধ করার জন্য শেষ পর্যন্ত তিনি কর্মী ছাঁটাই করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন খোদ ইলন মাস্ক নিজে। 

একই সাথে টুইটারের খরচ কমাতে প্রতিষ্ঠানের কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে।

উল্লেখ্য, টুইটারের মালিকানা পেতে ইলন মাস্ক প্রায় ৪,৪০০ কোটি ডলার খরচ করেছেন। 

আয় বাড়ানোর জন্য টুইটারে নতুন কিছু বৈশিষ্ট্যও যোগ করবেন মাস্ক। যদি কোনো টুইট ভাইরাল হয়ে যায় কিংবা বাইরের কোনো সংস্থা কোনো টুইট উদ্ধৃত করতে চায়, তবে তার জন্যও অর্থ গুনতে হবে। তবে মাস্ক টুইটারকে বিজ্ঞাপন নির্ভর করতে চান না। 

ইতোমধ্যেই টুইটারে ‘টুইটার ব্লু’ নামে একটি প্রিমিয়াম পরিষেবা চালু রয়েছে। এই পরিষেবাটি মাস্ক আরো ঢেলে সাজাতে চান। গোটা বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাস্ক নিজের পছন্দের সিইও নিয়োগ করবেন। তবে আইনগত বাধ্যবাধকতার কারণে আপাতত তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh