পাঞ্জাবকে হারিয়ে শীর্ষ তিনে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০১:৩৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২২, ০১:৪০ পিএম

পাঞ্জাবকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ছবি: আইপিএল ওয়েবসাইট

পাঞ্জাবকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ছবি: আইপিএল ওয়েবসাইট

আইপিএলের চলতি আসরে ৪২তম ম্যাচে পাঞ্জাব কিংসকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে অবস্থান করছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। 

গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা লক্ষ্ণৌ নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৩ রান করে। জবাবে আট উইকেট হারিয়ে ১৩৩ রানে গুটিয়ে যায় পাঞ্জাব কিংস।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। সর্বোচ্চ ৩২ রান করেন জনি বেয়ারস্টো। 

পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল ২৫ রান করেন। ঋশি ধাওয়ান ২১ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি। লক্ষ্ণৌ বোলার মহসিন খান তিনটি উইকেট নেন। দুটি করে উইকেট পান দুশমন্থ চামিরা ও ক্রুনাল পান্ডিয়া। 

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌও ভালো শুরু করতে পারেনি। তবে কুইন্টন ডি ককের ৪৬ ও দীপক হোডার ৩৪ রানে ভর করে ১৫৪ রানের টার্গেট দেয় দলটি। পাঞ্জাবের বোলার কাগিসো রাবাডা সর্বোচ্চ চারটি উইকেট পান।

৯ ম্যাচে ছয় জয় ও তিন হারে ১২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে লক্ষ্ণৌ। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। সমান ম্যাচে ১২ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে আট পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে পাঞ্জাব কিংস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh