চীনে ৮ তলা ভবন ধস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৮:১০ পিএম

হুনান প্রদেশের চ্যাংশা শহরে ওই ভবনটি ধসে পড়ে। ছবি- সিসিটিভি

হুনান প্রদেশের চ্যাংশা শহরে ওই ভবনটি ধসে পড়ে। ছবি- সিসিটিভি

চীনের মধ্যাঞ্চলের শহর হুনান প্রদেশের চ্যাংশা শহরে একটি ভবন ধসে আটকা পড়েছে অন্তত ২৩ জন।

আজ শনিবার (৩০ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) হুনান প্রদেশের চ্যাংশা শহরে ওই ভবনটি ধসে পড়ে। ভবনটিতে একটি হোটেল, অ্যাপার্টমেন্ট ও সিনেমা হল ছিল। 

শহরটির মেয়র ঝেং জিয়াশিন জানিয়েছেন, আট তলা ভবনটির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অন্তত ২৩ জন। ওই ভবনের আরও ৩৯ বাসিন্দার সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না।

মেয়র বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের অবস্থা আরও পর্যালোচনা করা হচ্ছে।’

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাতভর উদ্ধার তৎপরতা চালিয়ে পাঁচ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। তবে ভবনটির কাঠামোতে অতিরিক্ত পরিবর্তন করেছিল ভাড়াটিয়ারা।

সরকারি বার্তা সংস্থা সিসিটিভি বলেছে, ‘ভাড়াটিয়ারা বিভিন্ন মাত্রায় ভবনটিতে কাঠামোগত পরিবর্তন করেছিল।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh