শ্রীলঙ্কা সিরিজে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১০:১১ পিএম

পেসার শরিফুল ইসলাম।

পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বস্তির খবর পেসার শরিফুল ইসলামকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে শুরু থেকেই পাওয়া যেতে পারে। ফিটনেস সাপেক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছেন শরিফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি শরিফুলকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল।

আগামী ১৫ মে চট্টগ্রামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাঁহাতি পেসার চোটে আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে।

বিসিবির এক কর্মকর্তা আজ শনিবার (৩০ এপ্রিল) নিশ্চিত করে জানান, অবস্থা মূল্যায়ন করার পর সিঙ্গাপুরের চিকিত্সকরা পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে শরিফুলের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ ব্যাপারে বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে আমরা শরিফুলকে পাওয়ার আশা করছি। এই মুহূর্তে তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তাসকিনকে আমরা মিস করছি। শরিফুল আমাদের জন্য বড় অস্ত্র হতে পারে।’

কাঁধের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তাসকিন। চিকিৎসার জন্য আগামী ৪ মে ইংল্যান্ডে রওনা দেওয়ার কথা তাঁর।

সূত্র - ক্রিকবাজ

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh