শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মে ২০২২, ০৬:১১ পিএম

শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবিতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন

শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবিতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন

শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন।

১ মে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের এক সমাবেশে এই দাবি জানানো হয়। সাভারে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় ফেডারেশন চত্বর, মজিদপুর থেকে র‌্যালি ও রানা প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নিরাপদ কর্মস্থল, সময়োপযোগী মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রম আদালতে মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তি এবং শ্রমিকদের জন্য রেশনিং-এর দাবি জানানো হয় ফেডারেশনের পক্ষ থেকে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু ও শ্রমিক নেতা কামরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শিল্প অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতা জহিরুল ইসলাম সরকার, সালাউদ্দিন, ফাতেমা আক্তার, নুরুজ্জামাল, এস.কে শুভ, শাজাহান মিয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh