বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২২, ০২:৫২ পিএম

বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (৩ মে) বেলা ১টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

এর আগে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে সকাল ৯টা থেকে বন্ধ ছিল নৌ চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া সে সময় যে লঞ্চগুলো পদ্মা নদীতে কালবৈশাখীর মধ্যে ছিল, সেগুলো নিরাপদ স্থানে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হতে থাকে।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। দুর্ঘটনা এড়াতে তাই দেড় ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh