পরিবার দেশে, জাহানারা-রুমানাদের ঈদ বিদেশে

প্রকাশ: ০৩ মে ২০২২, ১১:৪৫ পিএম

রুমানা আহমেদ ও জাহানারা আলম। ফাইল ছবি

রুমানা আহমেদ ও জাহানারা আলম। ফাইল ছবি

বিদেশ বিভূঁইয়ে ঈদ উদযাপন বাংলাদেশের ছেলে ক্রিকেটারদের করতে হয় প্রায়ই। বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য এমন অভিজ্ঞতা খুব একটা নেই। টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলতে রুমানা আহমেদ ও জাহানারা আলম এখন দুবাইয়ে। পরিবার ছাড়াই ঈদ পালন করতে হচ্ছে তাদের।

দেশের বাইরে ঈদ পূর্ণতা পায় না। সেটি ভেবেই কিনা এক প্রবাসী বাঙালি রুমানা-জাহানারাকে চমকে দিয়ে চাঁদ রাতে পাঠিয়েছেন উপহার। ফলের ডালার সঙ্গে ছিল আরো হরেক কিছু।

দুবাইয়ের টিম হোটেলে সেগুলো পেয়ে বেশ উচ্ছ্বসিত রুমানা-জাহানারা। ফেসবুকে উপহারের ছবি পোস্ট করে প্রকাশ করেছেন অনুভূতি।

হংকং ক্রিকেট বোর্ডের সহযোগিতায় ১ মে থেকে দুবাইতে শুরু হয়েছে ‘ফেয়ার ব্রেক’ নামের নারীদের টি-টুয়েন্টি ক্রিকেট লিগ। ৩৫ দেশের নারী ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন তারা। ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেও গেছেন তারা। 

যাওয়ার আগে দেশে ও বিদেশে কাটানো ঈদের মিশ্র অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিয়েছেন তারা।

জাহানারা বলেন, 'চতুর্থবারের মতো দেশের বাইরে ঈদ। পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই অন্যরকম থাকে। পরিবারের বাইরে ঈদ করলে আনন্দটা পাওয়া যায় না। এটা অন্য সাধারণ আর দশটা দিনের মতোই হয়। অবশ্যই খুব মিস করব। তবে ঈদের দিন বলে কথা, নতুন জামা তো পরতে হবে। আমরা যেসব জায়গায় খেলাধুলা করি, যেসব দেশে যাই। সেখানে মিষ্টি মুখ করার সুযোগ থাকে না। তারপরও টিমমেটরা মিলে মোটামুটি আনন্দ করি।'

রুমানা জানান, ২০১০ সাল থেকেই কোনো না কোনোভাবে একাধিকবার পরিবারের সঙ্গে তিনি ঈদ করতে পারেননি। এবারও পারবেন না। এছাড়াও দেশে থাকলে ঈদের দিন সেমাই খাওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো অথবা ঘুরতে যাওয়া সব কিছুই মিস করবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh