রাজধানীর যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২২, ০১:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উচ্চচাপ সম্পন্ন দুটি পাইপলাইনের সংস্কার কাজ করছে গ্যাস ট্রান্সমিশনস কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। 

ফলে আজ বুধবার (৪ মে) রাজধানী ঢাকার গাবতলী, মাজার রোড, মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ কিছু এলাকায় গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদের দিন মঙ্গলবার (৩ মে) রাত ১০টা থেকে শুরু হয়ে এ অবস্থা আগামীকাল বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে ঈদে প্রচুর মানুষ রাজধানী ছেড়ে গ্রামে যাওয়ায় সেসব এলাকায় গ্যাসের অভাব সেভাবে টের পাওয়া যাচ্ছে না।  

এদিকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগামী ১০ মে থেকে কৈলাশটিলা ৭ নম্বর কূপে আবিষ্কৃত গ্যাসস্তর থেকে দৈনিক প্রায় দুই কোটি ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। 

বর্তমানে ওই ক্ষেত্রের দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুটহারে গ্যাস দেয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh