প্রতিবেশীর বিরুদ্ধে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২২, ০৭:০০ পিএম | আপডেট: ০৫ মে ২০২২, ০৭:১০ পিএম

ফরিদপুরে প্রতিবেশীর বিরুদ্ধে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে প্রতিবেশীর বিরুদ্ধে অর্ধশতাধিক মেহগনি গাছ কাটার অভিযোগ। ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় কৌরবালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী মোহাম্মদ আলী মাতুব্বর লোকজন নিয়ে রাতের অন্ধকারে তার বাগানের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন একই গ্রামের বাসিন্দা পাচু মাতুব্বর।

আজ বৃহস্পতিবার (৫ মে) রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের কৌরবালী গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী পাচু মাতুব্বর কৌরবালী গ্রামের মৃত আলেম মাতুব্বরের ছেলে। অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা মৃত মোবারেক মাতুব্বরের ছেলে মোহাম্মদ আলী মাতুব্বর।

পাচু মাতুব্বর বলেন, তিনি পৈত্রিক সূত্রে ৯ শতাংশ জমি পেয়েছেন। সেখানে তিনি মেহগনি গাছের বাগান করেছেন। আজ বৃহস্পতিবার রাতে সাঙ্গপাঙ্গ নিয়ে মোহাম্মদ আলী মাতুব্বর তার সেই বাগানের অর্ধশতাধিক মেহগনি গাছ কেটে ফেলেছেন। মোহাম্মদ আলী সেই জায়গা দখল করার চেষ্টা করছেন।

এ ব্যাপারে মোহাম্মদ আলী মাতুব্বর বলেন, আমার ছেলে আরাফাত মাতুব্বর জায়গাটি ক্রয় করেছেন। ওই জায়গায় পাকা ভবন নির্মাণ করার জন্য মেহগনি গাছগুলো কাটা হয়েছে।

এ ব্যাপারে চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির জানান, দুই পক্ষের কাগজপত্র দেখে আগামী সাত দিনের মধ্যে এ বিরোধের সমাধান করা হবে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই জমির মালিকানা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। 

চরযশোরদী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধ মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh