শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের যাদুকর

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২২, ০৮:৩৫ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের যাদুকর। তার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

আজ শুক্রবার (০৬ মে) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওযার সময় তিনি এ কথা বলেন।

করোনার কারণে বিশ্বের সব দেশ যখন তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে পারছিল না। তখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ড চলছিলো। সেসময় দেশের কেউ না খেয়ে মারা যায়নি। এদেশের গরিব অসহায় ও দুস্থদের স্বাবলম্বী করতে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার প্রমুখ।  

এ সময় মন্ত্রী জেলার সদর উপজেলাসহ নাজিরপুর ও নেছারাবাদের দেড় হাজার অসহায় দরিদ্রদের মধ্যে প্রায় ২২ হাজার কেজি শুকনা খাবার বিতরণ করেন।

এছাড়া মন্ত্রী একই দিন সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাজিরপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘উপকূলীয় চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন’ প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, প্রকল্পের পরিচালক (পিডি) জিয়াউল হক রাহাত, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার শিকদার, উপজেলা কর্মকর্তা ডাক্তার তরিকুল ইসলাম প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh