বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২২, ১০:৪৩ এএম

রাজাপুর রেলস্টেশন মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়। ছবি : সংগৃহীত

রাজাপুর রেলস্টেশন মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (৯ মে) ভোররাত ৩টা ৪০ মিনিটে বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার। 

বেলা সাড়ে ১১টার মধ্যে উদ্ধার কাজ শেষ হতে পারে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh